বিদ্যুৎ চুরি: পৌনে ২ কোটি টাকা জরিমানা আদায়

এক সপ্তাহে বকেয়াসহ প্রায় চার কোটি টাকা জরিমানা আদায় করেছে ঢাকা পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। বিশেষ টাস্কফোর্স অভিযান চালিয়ে এই টাকা আদায় করে।
এদিকে রোববার ‘বিদ্যুৎ চুরি ও রাজস্ট^ ফাঁকি’ বন্ধের বিশেষ অভিযানে লালবাগ এলাকায় আরও দুটি বিদ্যুৎ চুরির ঘটনা ধরা হয়। লালবাগের মেসার্স ‘ইস্টার্ন প্রগ্রেসিভ ইন্ডাস্ট্রিজ’ এবং মেসার্স এশিয়া প্লাস্টিক কন্টেইনার ইন্ডাস্ট্রিজ নামের দুটি কারখানায় অভিযান চালিয়ে এক লাখ ৫০ হাজার ইউনিট বিদ্যুৎ চুরি ধরা হয়। প্রতিষ্ঠান দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কারখানা বন্ধ করে দেয়া হয়েছে। মালিকদেরকে সাড়ে ২২ লাখ টাকা জরিমানা করা হয়েছে
বিশেষ টাস্কফোর্স প্রধান মোহাম্মাদ মুনীর চৌধুরী জানান, বিদ্যুৎ চুরি ও রাজস্ব ফাঁকি বন্ধে প্রকৌশলীদের সহায়তায় অভিযান চালানো হচ্ছে।
এদিকে ডিপিডিসি’র শীর্ষ বিল খেলাপী নারায়ণগঞ্জের জালকুড়ি টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালককে ধরতে বিশেষ অভিযান চলছে। তার কাছ থেকে ১১ বছরে বকেয়া বাবদ ডিপিডিসির এক কোটি ১১ লাখ  টাকা পাওনা আছে। তাকে গ্রেফতার ও তার কারখানার সম্পদ জব্দ করে এ অর্থ আদায়ের চেষ্টা চলছে বলে জানা গেছে।