বিদ্যুৎ জ্বালানি খাতে দরপত্র ছাড়া কেনাকাটা বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

বিদ্যুৎ জ্বালানি খাতে দরপত্র ছাড়া কেনাকাটা আপাতত বন্ধ করা হয়েছে।

রোববার বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিদ্যুৎ জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধির বিশেষ আইনে চলমান সকল ক্রয় প্রক্রিয়া বন্ধ করা হয়েছে। তবে এই আইনে চুক্তির আওতায় যেসব প্রকল্প হয়েছে তা চলমান থাকবে।

অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান রোববার প্রথম অফিস করেছেন। এরপরই এই বিজ্ঞপ্তি দেওয়া হয়।

দ্রুত বিদ্যুৎ উৎপাদন করার জন্য দেশে যুদ্ধকালীন পরিস্থিতি বিবেচনায় ২০১০ সালে এই আইন করা হয়। নির্দিষ্ট মেয়াদের জন্য এই আইন করা হলেও পরে কয়েক বছর এই আইনের মেয়াদ বাড়ানো হয়েছে।