বিদ্যুৎ জ্বালানির সাত সমস্যা সমাধানে এক দঙ্গল শিক্ষার্থী
বিদ্যুৎ জ্বালানি খাতের সাত সমস্যা সমাধান করতে বসেছে এক দল শিক্ষার্থী। সমস্যাগুলো চিহ্নিত করে দেয়া হয়েছে। আর দেয়া হয়েছে সময়। টানা ৩৬ ঘণ্টা। এই সময়ের মধ্যে বের করতে হবে উপায়। উদ্ভাবন হবে নতুন চিন্তা।
এই নতুন চিন্তা উদ্ভাবনে বসেছে দেশের দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থী।
রাজধানির বসুন্ধরা কনভেনশন সিটিতে শুরু হয়েছে ‘পাওয়ার ও এনার্জি হ্যাকথন-২০১৭’।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সকালে এই হ্যাকাথন উদ্বোধন করেছেন।
যে সাত সমস্যা সমাধানের উপায় খুঁজতে বলা হয়েছে তা হলো,
আবাসিকে কার্যকর জ্বালানি ও বিদ্যুৎ নিশ্চিত করা, সমুদ্রের জ্বালানি কার্যকর করা, শিল্পক্ষেত্রে বিদ্যুৎ ও জ্বালানি শক্তির সংকট, বয়োমাস গ্যাস চুলা প্রতিস্থাপন, স্মার্ট গ্রিড টেকনোলজির বাস্তবায়ন, নবায়নযোগ্য জ্বালানি ও বিদ্যুতের সুলভ সংযোগ নিশ্চিত করা।
এসব প্রতিবন্ধকতা প্রযুক্তি দিয়ে কিভাবে মোকাবেলা করা যেতে পারে তা দেশের তরুণ প্রকৌশলিরা উদ্ভাবন করবে।
৩৯০ দলের মধ্যে নির্বাচিত ১৫০ দল টানা ৩৬ ঘন্টা তাদের উদ্ভাবন গুলোর প্রোটোটাইপ তৈরি করবে।
এখান থেকে সাত বিভাগের সেরা ২১ উদ্ভাবন খুঁজে বের কার হবে। এই নির্বাচিত ২১টি উদ্ভাবন এর প্রোটোটাইপকে বাস্তবায়নে ও বাণিজ্যিকরণে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে আর্থিক সহযোগিতা দেবে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, সম্ভাবনাময় বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার কারিগর প্রযুক্তি নির্ভর আজকের এই তরুণ সমাজ। সুন্দর পরিবেশবান্ধব সোনার বাংলাদেশ হবে এ প্রজন্মের এই প্রতিশ্রুতিশীল তরুণদের হাত ধরেই। তারুণ্যের উদ্যমতায় দ্বীপ্ত হয়ে সকল সীমাবদ্ধতা মেধা, নতুন নতুন উদ্ভাবনী চিন্তা ও কৌশল দিয়ে অতিক্রম করে সোনার বাংলা গড়তে সমন্বিত প্রয়াস চালানো হবে। তিনি বলেন, সকল উন্নয়নের পিছনেই আছে বিদ্যুৎ ও জ্বালানি। তাই বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ি ব্যবহার ও সাশ্রয় সকলের জন্যই ভাল। গ্রামে, মা ও শিশু মৃত্যু অন্যতম কারণ উন্মুক্ত পদ্ধতির গতানুগতিক রান্না। এজন্য ধোঁয়াবিহীন বন্ধু চুলার ব্যবহার বাড়ানো প্রয়োজন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমদ কায়কাউস, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন, পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মো. ফয়েজুল্লাহ ও বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসর এ্যাসেসিয়েশনের সভাপতি লতিফ খান।