বিদ্যুৎ দিয়ে থেরাপি

চুম্বকের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে থেরাপি দেয়ার যন্ত্র তৈরি করেছে ঢাকা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটের তিন শিক্ষার্থী। যন্ত্রটি নাম দিয়েছে তারা ইনফারেড হিট থেরাপি।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত বিদ্যুৎ মেলায় এই যন্ত্রের প্রদর্শনী করছেন ঈশিতা জাহান, মেহজাবিন রাহমান ও মৌসুমী আক্তার। তারা ইনিস্টিটিউটের ইলেক্ট্রো মেডিকেল বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী।
কিছু চুম্বকের বিকর্ষনে একটি ফ্যান ঘুরবে। ফ্যানটি ঘুরলে যে শক্তি উৎপন্ন হবে তার মাধ্যমে জ্বালানো যাবে একটি বাতি। এই বাতির তাপ দিয়েই দেয়া হবে থেরাপি। তবে এক্ষেত্রে বাতিটি হতে হবে ’আইআর’ বাতি। এই তাপ দিয়ে রোগীর ব্যথার স্থানে তোয়ালে ব্যবহার করে থেরাপি দিতে হবে। খুবই কম খরচে এটি তৈরি করা যায়। ছোটো ছোটো আঘাতজনিত স্থানের ব্যথায় এই যন্ত্র খুবই কার্যকর বলে জানান উদ্ভাবক শিক্ষার্থীরা।