বিদ্যুৎ বিল দিতে পিডিবি’র স্মার্ট মিটার
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবি) দেখাচ্ছে স্মার্ট মিটার।
স্মার্ট মিটারের সঙ্গে যুক্ত থাকবে গ্রাহকদের মোবাইল। এই মোবাইল
এ্যাপসের মাধ্যমেই গ্রাহক মিটারের বিল দিতে পারবে। জানতে পারবে তার
বিদ্যুৎ বিল এখন কতো। এমনকি এক বছরের বিলও তিনি জানতে পারবেন।
এছাড়া প্রতিদিন কি পরিমাণ বিদ্যুৎ খরচ হচ্ছে, বছরে এতে কি পরিমাণ বিল
আসতে পারে তাও জানা যাবে এই মোবাইল এ্যাপসের মাধ্যমে।
কুতুবদিয়াতে আরো একটি এক মেগাওয়াটের বায়ু বিদ্যুৎকেন্দ্র স্থাপন
করেছে প্যান এশিয়া পাওয়ার সার্ভিসেস লিমিটেড। পিডিবি তাদের স্টলে
কুতুবদিয়ার বায়ু বিদ্যুৎকেন্দ্রের নকশা উপস্থাপন করেছে। পিডিবির অধীনে
স্থাপন করা এই কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান বলেন, সমুদ্র
উপকূলে যথেষ্ট বাতাস আছে। সেই বাতাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা
সম্ভব। কুতুবদিয়া বায়ু বিদ্যুতের একটি সফল উদ্যোগ। সেখানে আরও বায়ু
বিদ্যুৎ পাওয়া সম্ভব।