বিদ্যুৎসহ চার খাতে বিনিয়োগ করতে চায় স্পেন

বাংলাদেশে বিদ্যুৎ, অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা ও পানি ব্যবস্থাপনায় বিনিয়োগ করতে চায় স্পেন। এছাড়া আর কোন খাতে বাংলাদেশে স্পেনের ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারে তার জন্য বাংলাদেশের পক্ষ থেকে দেশটিকে সুনির্দিষ্টভাবে জানাতে বলা হয়েছে।
রোববার বিকেলে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে দেখা করে স্পেনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইগনাসিও ইভানেজ রুবিও এই আগ্রহের কথা জানান। এ সময় স্পেনের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাত সদস্যের একটি প্রতিনিধি দল ছিল। বৈঠকে বাংলাদেশের পক্ষে নসরুল হামিদ ছাড়াও বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম, জ্বালানি সচিব আবু বক্কর সিদ্দিকী, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেইনসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে স্পেনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইগনাসিও ইভানেজ রুবিও বলেন, বাংলাদেশের বিদ্যুৎখাতে স্পেন বিনিয়োগ করতে চায়। এ ছাড়া অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনায় আমাদের বিনিয়োগের আগ্রহ রয়েছে। এর বাইরে আর কোন খাতে বাংলাদেশে বিনিয়োগ করা যেতে পারে তা নিয়ে আলোচনা হতে পারে। অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকে বায়ু ও সৌর বিদ্যুতে বিনিয়োগের বিষয়ে স্পেনের সহযোগিতা চাওয়া হয়েছে। বাংলাদেশের বায়ু বিদ্যুতের মানচিত্র (ম্যাপিং) ও সৌর বিদ্যুতের উৎকর্ষতা বৃদ্ধিতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্পেনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বিদ্যুৎ বিভাগ সূত্র জানায়, প্রতিমন্ত্রী নসরুল হামিদ আগামি এপ্রিলের মধ্যে স্পেন সফর করতে পারেন। এ সময় বাংলাদেশে বায়ু বিদ্যুৎ স্থাপন ও সম্ভাবনার ব্যপারে একটি সমঝোতা স্মারক সই হতে পারে।