বিপিসি ও পেট্রোবাংলাকে ‘দুর্বল’ ব্যাংকে আমানত না রাখার নির্দেশ

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও পেট্রোবাংলাকে দুর্বল ব্যাংকে টাকা জমা না রাখার নির্দেশ দেয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনার পর বিপিসি ও পেট্রোবাংলাকে এবিষয়ে চিঠি দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

জ্বালানি বিভাগের এক কর্মকর্তা বলেন, ক্যামেলস রেটিং অনুযায়ী দুর্বল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আমানত না রাখতে ইতোমধ্যে বিপিসি ও পেট্রোবাংলাকে নির্দেশনা দেয়া হয়েছে।

সূত্র জানায়, নির্দেশনা পাওয়ার পর বিপিসি এবিষয়ে ব্যবস্থা নিতে উদ্যোগ নিয়েছে। কোন ব্যাংকের আর্থিক অবস্থা ভালো বা খারাপ, কোন কোন ব্যাংক ঝুঁকি ব্যবস্থাপনা পরিপালন করে তা বিবেচনা করে টাকা জমা রাখবে বিপিসি।

কিছু ব্যাংক আছে তিন মাস মেয়াদী আমানত রাখার পরে আমানত ফেরত দিতে পারে না। এসব ব্যাংককে দুর্বল ব্যাংক হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বিপিসির অধিকাংশ আমানত সরকারি মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকে রাখা হয়। তবে, আকর্ষণীয় মুনাফার জন্য কিছু আমানত অন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানেও রাখা হয়।

দুর্বল তালিকার ব্যাংকে আমানত রাখলে তা ঝুঁকির মধ্যে পড়বে। তাই দুর্বল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আমানত রাখতে নিষেধ করা হয়েছে।

পদ্মা ব্যাংকসহ আরও কয়েক ব্যাংক মূলধন সঙ্কটে রয়েছে। মূলধন সঙ্কটে থাকা ১০টি ব্যাংকের মোট ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১৭ হাজার ৭৮৮ কোটি টাকা। অপরদিকে, ১০টির মতো নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান তারল্য সঙ্কটে ভুগছে। একারণে ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে আমানত রাখার বিষয়ে সরকার তাদের প্রতিষ্ঠানগুলোকে সচেতন করছে বলে জানা গেছে।