বিপিসি’র নতুন চেয়ারম্যান রহমাতুল মুনিম
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু হেনা মো. রহমাতুল মুনিম।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুনিমকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় বিপিসি’র চেয়ারম্যান হিসেবে প্রেষণে নিয়োগ দেয়া হলো।
এদিকে বিপিসির বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ মাহমুদ রেজা খান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন।