বিবিয়ানা গ্যাসক্ষেত্রর ৬ কূপ বন্ধ: দেশ জুড়ে তীব্র গ্যাস সংকট
নিজস্ব প্রতিবেদক:
বিবিয়ানা গ্যাসক্ষেত্রে হঠাৎ উৎপাদন কম হওয়ায় দেশজুড়ে গ্যাস সংকট দেখা দিয়েছে।
বিবিয়ানা গ্যাসক্ষেত্রের একটি কূপে হঠাৎ বালি ওঠা শুরু হলে উৎপাদন বন্ধ হয়ে যায়।
পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান এলার্জি বাংলাকে জানিয়েছেন, ৬টি কূপ বন্ধ হয়েছিল। এতে প্রায় ৪০কোটি ঘনফুট গ্যাস উৎপাদন কমে গিয়েছিল। একটি কূপ চালু হয়েছে। বাকিগুলো পর্যাক্রমে চালু করার চেষ্টা চলছে।
এদিকে পরিস্থিতি দ্রুত ঠিক করতে পেট্রোবাংলার ৩ বিশেষজ্ঞ বিবিয়ানা গিয়েছেন।
সংকট পুরোটা কাটতে ১০ই এপ্রিল পর্যন্ত সময় লাগবে বলে জানিয়েছে পেট্রোবাংলা।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিবিয়ানা গ্যাস ক্ষেত্রের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য গ্যাস সরবরাহে ঘাটতিজনিত কারণে কিছু কিছু বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনে বিঘ্ন ঘটছে। ফলে কোনও কোনও এলাকায় সাময়িকভাবে সরবরাহ ব্যাহত হতে পারে। এই অসুবিধার জন্য মন্ত্রণালয় দুঃখ প্রকাশ করেছে।
পেট্রোবাংলা চেয়ারম্যান বলেন, আগামীকালের মধ্যে আরও তিনটি কূপ উৎপাদনে আসতে পারে। একটি কূপ মেরামত করতে সময় লাগবে।
৮ই এপ্রিল একটি এলএনজির কার্গো দেশে পৌঁছবে। তারপর ১০ই এপ্রিলের পর পরিস্থিতি স্বাভাবিক হবে।
গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদনে ব্যাঘাত ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। রমজান হাওয়ায় বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।