বিশ্ব ইজতেমায় দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল

বিশ্ব ইজতেমা ময়দান ও এর আশপাশের এলাকায় প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল বিদ্যুৎ সরবরাহ। সঞ্চালন লাইনের ত্রুটির কারণে শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে সকাল সোয়া ৯টা পর্যন্ত ওই এলাকা বিদ্যুৎহীন ছিল।

ডেসকোর কন্ট্রোল রুম জানায়, সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গীর মিলগেট এলাকায় একটি ট্রান্সফরমার পুড়ে যায়। এতে টঙ্গীতে ৩৩ কেভি সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরহা বন্ধ হয়ে যায়। এ সময় শিল্পনগরী টঙ্গীর অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে ইজতেমা ময়দানসহ আশেপাশের এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। দুই ঘণ্টা পর সকাল সোয়া ৯টার দিকে বিকল্প ব্যবস্থায় ইজতেমা ময়দানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।