বিশ্ববাজারকে অস্থিতিশীল করেছে সৌদি আরব: রাশিয়া

রাশিয়া বলেছে, অধিক মাত্রায় অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন করে বিশ্ববাজারকে অস্থিতিশীল করেছে সৌদি আরব। রুশ জ্বালানিমন্ত্রী আলেকজান্ডার নোভাক দেশটির রোসিয়া-২৪ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন।
তিনি বলেন, চলতি বছর সৌদি আরব প্রতিদিন ১৫ লাখ ব্যারেলের বেশি তেল উত্তোলন করেছে। আর তাতেই তেলবাজার কার্যকরভাবে অস্থিতিশীল হয়ে পড়েছে।
তিনি আরো বলেন, আগামী বছরের দ্বিতীয়ার্ধে তেল সরবরাহের মাত্রা হয়ত চাহিদা মোকাবেলা করতে পারবে। অবশ্য নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ইরানের তেল উৎপাদন বাড়বে। এতে বাজারে আরো প্রভাব পড়তে পারে বলেও মনে করেন তিনি।
বিশ্ববাজারে চাহিদার তুলনায় মাত্রাতিরিক্ত সরবরাহ থাকা সত্ত্বেও তেল উৎপাদনের বর্তমান মাত্রা বজায় রাখার সিদ্ধান্ত নেয় তেল রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেক। এ কারণে সম্প্রতি বিশ্ববাজারে তেলের দামের আরো পতন ঘটেছে। বর্তমানে প্রতিদিন বাজারে তিন কোটি ১০ লাখ ব্যারেল তেল রফতানি করছে ওপেকভুক্ত দেশগুলো।#