বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে
নিজস্ব প্রতিবেদক:
বিশ্ববাজারে তেলের দাম কমেছে। জ্বালানি তেলের দর ব্যারেলপ্রতি ৮০ ডলারের নিচে নেমে গেছে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কয়েক মাস ধরে বাড়ছিল।
যুক্তরাষ্ট্র ও চীন তাদের মজুদ তেল বাজারে ছেড়ে দেয়ায় দাম কমাতে সহায়তা করেছে বলে জানিয়েছে সিএনএন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনা প্রেসিডেন্ট শি ঝিং পিংয়ের ভার্চুয়াল বৈঠকে বৈশ্বিক জ্বালানি তেল পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
তারপর হোয়াইট হাউস থেকে নেয়া উদ্যোগের ধারাবাহিকতায় লাখো ব্যারেল তেল বাজারে আসে।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, চীনের সংশ্লিষ্ট সংস্থা জানিয়েছে, তারা মজুদ তেল বাজারে ছাড়ার ব্যাপারে কাজ করছে।
আগামী মাসে ২ থেকে ৩ কোটি ব্যারেল তেল বাজারে আসার বিষয়ে আশা করছেন বিনিয়োগকারীরা। এটা যুক্তরাষ্ট্র ও চীন থেকে আসতে পারে।
মজুদ থেকে তেল ছাড়ের বিষয়টি দীর্ঘসময়ে চিত্র পরিবর্তন করবে না বলে মনে করেন বিশ্লেষকরা।