বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে
সৌদি তেলক্ষেত্রে পরপর দুইবার হুতি বিদ্রোহীদের হামলার পর বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে। সরবরাহে ব্যাঘাতের কারণেই চার মাসের মধ্যে অপরিশোধিত তেলের দাম এখন সর্বোচ্চ। এ অবস্থা কাটাতে যুক্তরাষ্ট্রের মজুদ থেকে তেল সরবরাহের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ড্রোন হামলার নিন্দা জানিয়ে সৌদি আরবের পাশে থাকার কথাও জানিয়েছেন তিনি। সাবরিনা হাসানের রিপোর্ট।
বিশেষজ্ঞদের আশঙ্কাই সত্যি হলো। সৌদি আরবের তেলক্ষেত্রে হামলাগুলোর পর পরই বিশ্বব্যাপি অপরিশোধিত তেলের দাম বাড়লো।
ব্যারেল প্রতি ব্রেন্ট এর দাম ১০ শতাংশের বেশি বেড়ে ৬৬ দশমিক দুই আট মার্কিন ডলারে দাঁড়িয়েছে। তবে, এশিয়ার বাজারে ৮ দশমিক নয় শতাংশ বেড়ে প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ৫৯ দশমিক সাত পাঁচ মার্কিন ডলারে।
তেলক্ষেত্রে ড্রোন হামলার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব তেলের বাজারে অস্থিরাবস্থা নিরসনে যুক্তরাষ্ট্রের জরুরি মজুদ, স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ বা এসপিআর থেকে তেল সরবরাহের নির্দেশ দিয়েছেন তিনি।
হঠাৎ করেই তেলের বাজারে দাম বেড়ে যাওয়ায় এশিয়ার শেয়ারবাজারগুলোতে মিশ্রগতি দেখা যাচ্ছে। হংকংয়ের শেয়ারবাজারে নি¤œমুখী প্রবণতা থাকলেও চীন এবং সাউথ কোরিয়ার স্টক মার্কেটে কিছুটা পরিবর্তন দেখা গেছে।
যুক্তরাষ্ট্রের লুইজিআনায় হারিকেন ক্যাটরিনার আঘাতের ১৩ বছর পর তেলের বাজারে এটিই সবচেয়ে বড় ধাক্কা বলছেন বিশেষজ্ঞরা। তবে, যুক্তরাষ্ট্রের ঘোষণার পর কিছুটা স্বস্তি ফিরে আসতে পারে বলে ধারণা তাদের।