বিশ্বে দুই বছরে কয়লায় ৩১ হাজার ৫০০ কোটি ডলার ঋণ

নিজস্ব প্রতিবেদক:

দুই বছরে কয়লা শিল্পে ৩১ হাজার ৫০০ কোটি ডলার ঋণ দিয়েছে বিশ্বের ৩৮০টি বাণিজ্যিক ব্যাংক।
কয়েকটি পরিবেশ গবেষণা সংস্থার যৌথ প্রতিবেদনে বলা হয়, কয়লাখাতে শীর্ষ ঋণদাতা ব্যাংকের মধ্যে তিনটিই জাপানের। ২০১৮ সালের অক্টোবর থেকে ২০২০ সালের অক্টোবর পর্যন্ত কয়লা খাতে সাড়ে সাত হাজার কোটি ডলার ঋণ দিয়েছে জাপানের তিনব্যাংক।
জাপানের পরে দ্বিতীয় অবস্থানে যুক্তরাষ্ট্র । জ্বালানিখাত সমৃদ্ধ করতে যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলো ঋণ দিয়েছে ছয় হাজার ৭০০ কোটি ডলার। গত দুই বছরে কয়লা খাতে চীনের ব্যাংকগুলো ঋণ দিয়েছে ৪৬ হাজার কোটি ডলার।
কয়লা আর জ্বালানি তেল লাভজনক হওয়ায় এতে বিনিয়োগ ও ঋণ সুবিধা বেশি। বিশ্বের বিভিন্ন ব্যাংক এই সুবিধা দিয়ে থাকে। জীবাশ্ম জ্বালানি খাতে কোটি কোটি ডলার ব্যয় করছে শুধু এশিয়ার ব্যাংক গুলোই।
প্রতিবেদনে বলা হয়েছে, প্যারিস জলবায়ু চুক্তি হওয়ার পর থেকে কয়লা শিল্পে বিনিয়োগ বেড়েছে।
গ্লোবাল কোল এক্সিটলিস্ট অনুযায়ী, প্যারিস জলবায়ু চুক্তি হওয়ার পর কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ১৩৭ গিগাওয়াট। যা সম্মিলিতভাবে জার্মানি, রাশিয়া ও জাপানের কয়লা বিদ্যুৎ কেন্দ্রের সমপরিমাণ। আর উৎপাদিনের অপেক্ষায় আছে আরও ৫০০ গিগাওয়াট।
ইউরোপ বা যুক্তরাষ্ট্রের তুলনায় এশিয়ায় বাড়ছে কয়লা নির্ভরতা। এ কারণেই ব্যাংকগুলো এ প্রকল্পে ঋণ দিচ্ছে বেশি।
জাতিসংঘ বলছে, বিষয়টা আশঙ্কাজনক, এখনই কয়লার ব্যবহার নিয়ন্ত্রেণ না আনলে পরিবেশ দূষণ কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাবে না।
প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী, বিশ্ব উষ্ণায়ন দুই ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে হবে ২০৩০ সাল পর্যন্ত। এই লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে কয়লা উত্তোলন ও ব্যবহার বছরে ১১ শতাংশ কমিয়ে আনতে হবে।
বিশ্বে অন্তত ৯৩৪টি কোম্পানি কয়লা নিয়ে কাজ করছে।
গতকয়েকবছর অনেক ব্যাংকই পরিবেশ দূষণে সহায়ক প্রকল্পে ঋণ বন্ধ রেখেছে। আর্কটিক ড্রিলিং প্রকল্পে ঋণ দেয়নি গোল্ড ম্যানস্যাকস। কয়লাভিত্তিক প্রকল্পে ঋণ বন্ধ করেছে জেপি মরগান। আরও ৮৮টি বাণিজ্যিক ব্যাংক কয়লানীতি মেনে চলতে সম্মতি জানিয়েছে।
পরিবেশ দূষণ করে এমন প্রকল্পে ঋণ না দেয়ার ঘোষণা দিলেও ব্যাংক গুলো দিচ্ছে। অবশ্য ব্যাংক গুলো বলছে, বেসরকারিসংস্থার অভিযোগ পুরোপুরি সত্য নয়। কার্বণ নিঃসরণ রোধে বিভিন্ন প্রকল্পে স্বল্প সুদে ঋণ দিয়ে উৎসাহিত করা হচ্ছে।