সৌর বিদ্যুৎ দিয়ে চলবে পাকিস্তানের সংসদ

পাকিস্তানের সংসদকে সোলার প্যানেলের সাহায্যে সৌরশক্তি সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার থেকে পাকিস্তানের সংসদ সৌর বিদ্যুতে চলতে শুরু করেছে। বিশ্বে পাকিস্তানের সংসদই প্রথম যারা সৌর বিদ্যুতে চলার ক্ষমতা অর্জন করলো। খবর পিটিআইয়ের।

পাকিস্তানের সংসদকে সৌর বিদ্যুতে চালানোর জন্য ৫৫ মিলিয়ন ডলার ব্যয় হয়েছে। চীন সরকার এই অর্থ সহায়তা দিয়েছে। মূলত চীনের সাহায্যেই পাকিস্তান তার সংসদকে সৌরশক্তি সম্পন্ন করে তুলতে পেরেছে। পাকিস্তানের সংসদকে সৌর বিদ্যুতের অধীনে আনা হবে। এ ঘোষণা ২০১৪ সালে দেয়া হয়েছিল। চীন সরকার পাকিস্তানের এ প্রকল্পে বন্ধুত্ব স্বরূপ সহায়তা করবে বলে ঘোষণা দেয়।

গত বছরই (২০১৫) চীনের রাষ্ট্রপতির উপস্থিতিতে সৌর বিদ্যুতের এই প্রকল্প উদ্বোধন হয়েছে পাকিস্তানে। ২৩ ফেব্রুয়ারি শুরু হলো এর নিয়মিত যাত্রা।

পাকিস্তানের সংসদ চলতে প্রয়োজন ৬২ মেগাওয়াট বিদ্যুতের। কিন্তু পাকিস্তানের সংসদে যে ধরনের সোলার প্যানেল বসানো হয়েছে তাতে প্রতিদিন ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করা হবে বলে জানিয়েছেন সংসদের স্পিকার আয়াজ সাদিক।