বিয়ানীবাজার গ্যাসক্ষেত্রে সংস্কার শুরু

বিয়ানীবাজার গ্যাস ক্ষেত্র

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের বিয়ানীবাজার গ্যাস ক্ষেত্রের এক নম্বর কূপ পুনঃখনন শুরু করেছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)।
শনিবার দুপুরে পুনঃখনন কাজ শুরু হয়।
সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের আওতায় থাকা এই খনন করবে রাষ্ট্রীয় অন্য কোম্পানি বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কম্পানি লিমিটেড (বাপেক্স)।
বিয়ানীবাজার গ্যাস ক্ষেত্রের এক নম্বর কূপ থেকে ১৯৯১ সালে গ্যাস উত্তোলন শুরু হয়। গ্যাস উত্তোলন ২০১৪ সালে বন্ধ হয়ে যায়। ২০১৬ সালে আবার উত্তোলন শুরু হলেও ওই বছরের শেষদিকে আবারও বন্ধ হয়ে যায়। তখন থেকেই কূপটি পরিত্যক্ত।
সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, পুনঃখনন কাজ শুরু হয়েছে। কিছুদিনের মধ্যে এই কাজ শেষ হবে আশা করছি। এরপরই উৎপাদনে যাওয়া যাবে। এখানে প্রতিদিন ৫০ থেকে ৭০ লাখ ঘনফুট গ্যাস উত্তোলনের আশা করছি। তবে খনন শেষ না হওয়া পর্যন্ত কোন কিছুই নিশ্চিত বলা সম্ভব নয়।
বর্তমানে এসজিএফএলের আওতায় পাঁচটি গ্যাস ক্ষেত্র আছে। এগুলো হচ্ছে হরিপুর গ্যাস ক্ষেত্র, রশিদপুর, ছাতক, কৈলাশটিলা ও বিয়ানীবাজার গ্যাস ক্ষেত্র। এরমধ্যে ছাতক পরিত্যক্ত অবস্থায়।