বুধবার বিমানবন্দর ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হবে

এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মাণ প্রকল্পের কাজের জন্য রাজধানীর বিমানবন্দর ও তার আশপাশের এলাকায় বুধবার আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

বুধবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমানবন্দর ও আশপাশের নির্ধারিত কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ থাকবে না জানান তিতাসের ডিজিএম মো. শাহজাহান।

তিনি জানান, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে প্রকল্পের পাইপলাইন শিফটিংর জন্য বিমানবন্দর, র‍্যাডিসন হোটেল, বাংলাদেশ বিমান ক্যাটারিং, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, রিজেন্সি হোটেল, গলফ ক্লাব, সিভিল এভিয়েশন কোয়ার্টারসহ আশপাশের এলাকার সব বাসাবাড়ি ও সিএনজি স্টেশনে গ্যাস সরবারাহ বন্ধ থাকবে।