বড়পুকুরিয়া খনি শ্রমিকদের কর্মবিরতি স্থগিত
দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিকদের চাকরি স্থায়ীকরণের আশ্বাসে অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করেছেন তারা। মঙ্গলবার রাত দেড়টার দিকে খনি ভূ-গর্ভের ১ হাজার ৪০০ ফুট নিচে অবস্থানকারী কর্মবিরতিতে থাকা ২৮৫ শ্রমিককে উপরে নিয়ে আসা হয়।
বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতারা জানান, শ্রমিকদের চাকরি স্থায়ীকরণের বিষয়টি বিবেচনা করা হবে বলে দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পেট্রোবাংলার পরিচালক (পরিকল্পনা) মো. আমিনুজ্জামানসহ খনি কর্তৃপক্ষ তাদের আশ্বাস দেয়ায় কর্মবিরতি স্থগিত করা হয়।
দীর্ঘ আন্দোলনের পরও শ্রমিকদের চাকরি স্থায়ীকরণের দাবি না মানায় গত ৮ জানুয়ারি থেকে বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট করছিল।