ভারত থেকে বিদ্যুৎ আমদানি শুরু

শনিবার জাতীয় গ্রীডে বিদ্যুৎ বিপর্যয়ের পর বন্ধ হয়ে যাওয়া ৫০০ মেগাওয়াট হাই ভোল্টেজ ব্যাক টু ব্যাক ভেড়ামারা বিদ্যুৎ উপকেন্দ্র থেকে ১২ ঘন্টা পর পুনরায়  গত শনিবার রাত ১০টা ২৩ মিনিট থেকে ভারত থেকে আমদানী করা বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ শুরু হয়েছে। ভারতের বহরামপুর এবং বাংলাদেশের ভেড়ামারা পর্যন্ত ৯৮ কিলোমিটার সঞ্চালন লাইনের কোন সমস্যা নেই বলেও ভেড়ামারা সাবস্টেশনের কর্মকর্তারা দাবী করেছেন।
৫০০ মেগাওয়াট ভেড়ামারা বিদ্যুৎ উপকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আলমগীর হোসেন জানান, শনিবার রাত ১০টা ২৩মিনিটে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ করা হয়। এরপর রাত ১১টা ২ মিনিট থেকে ৪৪০ মেগাওয়াট করে বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ করা হচ্ছে। বর্তমানে বহরামপুরের সাথে ৯৮ কিলোমিটার সঞ্চালন লাইনে কোন ত্রুটি নেই দাবি করে তিনি রোববার সকালে  জানান। তিনি বলেন, ভারত থেকে ৪৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য শনিবার বেলা ১১টা ২৪মিনিট পর্যন্ত ভারত থেকে ৪৬০ মেগাওয়াট বিদ্যুৎ আসছিল। ১১টা ২৭মিনিটে উপকেন্দ্রে সমস্যা দেখা দেয়ায় বিদ্যুৎ আসা এবং জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।