ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে কর অব্যাহতি চায় বাংলাদেশ
ভারত থেকে বিদ্যুৎ আমদানি করতে সকল সিডি, ট্যাক্স ও ভ্যাট থেকে অব্যাহতি চেয়েছে বাংলাদেশ। রাজনৈতিক কারণে বা ভারতীয় আইন পরিবর্তন হলে যদি কোন আর্থিক ক্ষতি হয় তবে তা কীভাবে মেটানো হবে তাও জানতে চায় বাংলাদেশ।
সম্প্রতি ঢাকায় বিদ্যুৎ খাতে সহযোগিতা সংক্রান্ত বাংলাদেশ-ভারত যৌথ স্টিয়ারিং কমিটির ১৯তম সভা হয়েছে। সভায় দুদেশের বিদ্যুতের চলমান কর্মকাণ্ড নিয়ে পর্যালোচনা করা হয়।
বাংলাদেশ-ভারত বিদ্যুৎ আমদানি-রপ্তানি নির্দেশিকা পর্যালোচনা করা হয়।
সভায় ভেড়ামারা ও বহররমপুর আন্তঃসংযোগের মাধ্যমে বিদ্যুৎ আমদানির বর্তমান অবস্থা পর্যালোচনার পাশাপাশি এর ২য় ট্রান্সমিশন লাইন নির্মাণের অগ্রগতি তুলে ধরা হয়। এসময় প্রস্তাবিত কাটিহার-পার্বতীপুর-বরানগর ৭৬৫ কেভি ট্রান্সমিশন লাইন বাস্তবায়নের বিষয়টি পর্যালোচনা করা হয়।
নেপালে উৎপাদিত জল বিদ্যুৎ ভারতের মাধ্যমে বাংলাদেশে আমদানির অগ্রগতি এবং ভুটানে জল বিদ্যুৎ প্রকল্পে বাংলাদেশ, ভারত ও ভুটানের যৌথ বিনিয়োগের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এছাড়া সভায় রামপালে বাস্তবায়নাধীন ১৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থারমাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
সভায় বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান এবং ভারতের বিদ্যুৎ সচিব সঞ্জীব নন্দন সাহাই দুই দেশের নেতৃত্ব দেন।
এর আগে বাংলাদেশ-ভারত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের ১৯তম সভা ২১ জানুয়ারি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, বিদ্যুৎ খাতে সহযোগিতা সংক্রান্ত বাংলাদেশ-ভারত জয়েন্ট স্টিয়ারিং কমিটি ও জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের ১৮তম সভা গত বছর মার্চ মাসে ভারতে হয়। কমিটির পরবর্তী সভা জুলাই মাসে ভারতে হওয়ার কথা।