ভারতে ইউরেনিয়াম সরবরাহে রাশিয়ার সঙ্গে চুক্তি

ভারতে ইউরেনিয়াম সরবরাহের জন্য রাশিয়ার রাষ্ট্রীয় কোম্পানি রোসাটমের সঙ্গে চুক্তি স্বাক্ষর করা হয়েছে। ভারতের হায়দরাবাদের তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য এই ইউরেনিয়াম সরবরাহ করা হবে। রোসাটমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রোসাটমের অঙ্গপ্রতিষ্ঠান টেভেল সম্প্র্রতি নয়াদিল্লিতে ভারতের আণবিক শক্তি দফতরের সঙ্গে ইউরেনিয়াম সরবরাহের বিষয়ে নতুনভাবে এই চুক্তি স্বাক্ষর করে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে টেভেলের ভাইস প্রেসিডেন্ট কমার্স অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড ফেলিক্স আবোলেনিন, পরিচালক বাণিজ্য ফিওদোর সাকালোভ, ভারতের আণবিক শক্তি কমিশনের সদস্য অরুন শ্রীভাস্তব উপস্থিত ছিলেন।
২০০০ সাল থেকে টেভেল তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য জ্বালানি উপাদান সরবরাহ করে আসছে। চুক্তি অনুযায়ী, ২০১৫ সালের মধ্যেই ইউরেনিয়ামের কয়েকটি চালান ভারতে পাঠাবে টেভেল। এছাড়াও টেভেল একটি লাইফ সাইকেল চুক্তির অধীনে ভারতের কুদানকুলান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম ও দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহ করছে। অপর একটি চুক্তির অধীনে রাজস্থান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্যও জ্বালানি উৎপাদন সরবরাহ করছে টেভেল।
২০১৪ সাল থেকে টেভেল বিশ্বের বিভিন্ন দেশে ৩ বিলিয়ন মার্কিন ডলারের বেশি দামের পারমাণবিক জ্বালানি রফতানির জন্য চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী আগামী ১০ বছরে টেভেল ১০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি এ জ্বালানি রফতানি করবে। প্রতিষ্ঠানটি বর্তমানে ১৫টি দেশের ৭৮টি পারমাণবিক শক্তি চুল্লি, ৯টি দেশে গবেষণা চুল্লি এবং আণবিক শক্তিচালিত জাহাজের জন্য জ্বালানি সরবরাহ করছে।