ভারতে কয়লাখনি দুর্ঘটনায় নিহত ১৪
ভারতের পূর্বাঞ্চলে এক কয়লাখনি দুর্ঘটনায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে।আহত হয়েছে অন্তত পাঁচ জন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করেছে। রোববার টাইমস অব ইন্ডিয়া জানায় ওড়িশা প্রদেশের রাজধানী ভুবনেশ্বর থেকে ৬৫০ কিলোমিটার পশ্চিমের রাষ্ট্রীয় মালিকানাধীন মহানদী কয়লা খনিতে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, গোপনে বাজারে বিক্রির জন্য কয়েক জন গ্রামবাসী কয়লা চুরি করার সময় তাদের ওপর কয়লার স্তূপ ধসে পড়লে এ দুর্ঘটনা ঘটে। খনি থেকে এভাবে কয়লা চুরি ভারতে খুবই সাধারণ ঘটনা। এ ঘটনায় ওই কয়লা খনিতে বেশ কিছু লোক আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করছে বলে জানিয়েছেন, মহানদী কয়লা খনির মুখপাত্র দিকেন মেহরা।এই ঘটনায় নিহতদের পরিবারকে প্রাদেশিক সরকারের পক্ষ থেকে তিন লাখ টাকা করে প্রদান করার ঘোষণা করা হয়েছে।