ভারতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৮৩
ভারতের মধ্যপ্রদেশে একটি খাবারের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮৩ জন নিহত হয়েছে।
শনিবার সকালে মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলার পেতলাবাদ শহরের সাথিয়া রেস্তোরাঁয় ওই বিস্ফোরণ ঘটে বলে ভারতের সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
বিস্ফোরণে পেতলাবাদের বাসস্ট্যান্ডের কাছের আবাসিক এলাকায় থাকা ওই রেস্তোরাঁর দুইতলা ভবনটি ধসে পড়ে।
পাশের একটি বাড়িতে খনির কাজে জমা করে রাখা দাহ্য পদার্থ জেলাটিন স্টিকস থাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ক্ষয়ক্ষতি মারাত্মক রূপ নেয়।
পুলিশের পরিদর্শক বি এল গাউর গণমাধ্যমকে জানিয়েছেন, বিস্ফোরণের সময় সকালের নাস্তা করতে অনেক মানুষ রেস্তোরাঁটিতে অবস্থান করছিলো। গ্যাস সিলিণ্ডার বিস্ফােরনের পর দ্বিতীয় বিস্ফোরণটি অনেক বেশি শক্তিশালী ছিল। এ সময় আশপাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং এলাকাটির অনেক বাড়ির জানালা উড়ে গেছে বলে জানিয়েছেন তিনি।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। এছাড়া নিহতের প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি এবং আহত প্রত্যেককে ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন।