ভারতে পেট্রল ডিজেল ও গ্যাসের দাম বাড়লো
লিটারপ্রতি পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ১.৬৯ রুপি এবং ০.৫০ রুপি বাড়ানোর সিদ্ধান্ত নিল ভারতের কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার ভোর থেকেই এই নতুন দাম কার্যকর করা হয়েছে। ফলে কলকাতায় কর বাদে লিটারপিছু পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ৮১.১১ রুপি এবং ৬২.৪৭ রুপি হলো।
ইরাকের সমস্যায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার পাশাপাশি ডলার নিরিখে টাকার বিনিময়দর বাড়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ নিয়ে ছয় দিনের মধ্যে দ্বিতীয়বার পেট্রলের দাম বাড়ানো হলো। এর আগে ২৪ জুন পেট্রল ও ৩১ মে ডিজেলের দাম বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। এ প্রসঙ্গে ভারতের বৃহত্তম তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল করপোরেশন বলেছে, ‘পশ্চিম এশিয়ায় রাজনৈতিক অস্থিরতার কারণে গত দুই সপ্তাহে আন্তর্জাতিক বাজারে তেলের দর অনেকটাই বেড়েছে। আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল পেট্রলের দাম চার ডলার বেড়েছে। একই সঙ্গে ডলার নিরিখে রুপির বিনিময়দরও বেড়েছে। এই দুইয়ের সম্মিলিত প্রভাবেই লিটারপ্রতি পেট্রলের দাম ১.৬৯ রুপি বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু ১৬ রুপি ৫০ পয়সা বাড়িয়ে দিয়েছে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন। পাশাপাশি বাড়ানো হয়েছে জেট বিমানের জ্বালানির দামও। বলা হচ্ছে ইরাকে সম্প্রতিক সংকটের জন্য এই তেল ও গ্যাসে দাম বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ বছরে ১২টি সিলিন্ডার (১৪.২ কেজি) গৃহস্থালিতে ব্যবহার হবে তা কিনতে হবে তাতে আরও ১৬.৫০ রুপি বেশি খরচ হবে। গত ছ’মাসে এই প্রথম বার গ্যাসের দাম বৃদ্ধি পেল।
বর্তমানে দিল্লিতে ১৪.২ কেজি ভর্তুকিবিহীন সিলিন্ডারের দাম পড়ছে ৯০৬ রুপি নতুন দাম হবে ৯২২ দশমিক ৫০ রুপি। গতমাসে ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারে দাম ২৩ দশমিক ৫০ রুপি কম করা হয়।