ভারতের অন্ধ্রপ্রদেশে গ্যাস লাইনে বিস্ফোরণ, নিহত ১৫
ভারতের অন্ধ্রপ্রদেশে গ্যাস সরবরাহ লাইনে বিস্ফোরণে অন্ততপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছে আরো ১০ জন। রাষ্ট্রনিয়ন্ত্রিত গ্যাস অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের (জিএআইএল) পাইপলাইনে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। পুলিশ জানিয়েছে, উপকূলীয় মামিদিকুদুরু মন্ডল জেলার নাগারাম গ্রামে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে মৃতের সংখ্যা নিয়ে অন্য একটি সূত্র জানায়, সেখানে ১১ জন জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছে। আরো ১৫ জনকে আহতাবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আইএনএস এ-খবর জানায়। আগুনের ব্যাপকতার কারণে স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর পাঁচ সদস্যকে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বিস্ফোরণের পর আগুন ২০ মিটার পর্যন্ত উপরে উঠে যায়। পাশাপাশি ঘন ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। জেলা কালেক্টর (ডিসি) নিতু কুমারী প্রসাদ জানিয়েছেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। দু’ঘণ্টারও বেশি সময় প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানা গেছে। ওই অঞ্চলের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এ ঘটনায় কেন্দ্রীয় ও অন্ধ্রপ্রদেশের প্রাদেশিক সরকার উভয়েই তদন্তের নির্দেশ দিয়েছে। জিএআইএল ভারতের সর্ববৃহত্ রাষ্ট্রনিয়ন্ত্রিত প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াজাত ও বিতরণকারী কোম্পানি।