মংলায় বিদ্যুতের উচ্চচাপের লাইন হচ্ছে

মংলায় ২৩০ কেভি ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের লাইন নির্মাণ করতে যাচ্ছে পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ লিঃ (পিজিসিবি)। ২৪ কিলোমিটার ডাবল সার্কিট এ সঞ্চালন লাইন নির্মাণে ব্যয় হবে প্রায় ১১৪ কোটি টাকা। বৃহস্পতিবার পিজিসিবি প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পিজিসিবি এবং ইএমসি লিঃ (ভারত) ও টিবিইএ কোং লিঃ (চীন) যৌথ প্রতিষ্ঠানের সঙ্গে এ বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিতে পিজিসিবি’র পক্ষে কোম্পানী সচিব মোঃ আশরাফ হোসেন এবং ইএমসি-টিবিইএ এর পক্ষে ইএমসি প্রেসিডেন্ট অনিন্দ্য মুখার্জি স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে পিজিসিবি ব্যবস্থাপনা পরিচালক মাসুম-আল-বেরুনী, নির্বাহী পরিচালক (পিএ-ডি) চৌধুরী আলমগীর হোসেন, নির্বাহী পরিচালক (ওএ-এম)  এমদাদুল ইসলাম, নির্বাহী পরিচালক (এইচআর) শফিকউল্লাহ, প্রধান প্রকৌশলী (প্রকল্প) ফরিদ উদ্দিন আহমেদ, প্রকল্প পরিচালক মোঃ আব্দুল মোনায়েম চৌধুরী, ইএমসি চীফ ম্যানেজার (ইন্টারন্যাশনাল মার্কেটিং) বিবেক শর্মা সহ উভয়পক্ষের পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, পিজিসিবি’র তত্ত্বাবধানে আগামী ১৮ মাসের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করে সঞ্চালন লাইন হস্তান্তর করবে ইএমসি-টিবিইএ।
‘মংলা-খুলনা ২৩০ কেভি সঞ্চালন লাইন’ শীর্ষক এ প্রকল্পে নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করবে পিজিসিবি। সঞ্চালন লাইনের কাজ শেষ হলে মংলায় নির্মিতব্য বিদ্যুৎ কেন্দ্রের (১ম ইউনিট) ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ করা যাবে।