মানব উন্নয়ন সূচকে দুই ধাপ এগিয়ে বাংলাদেশ
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান দুই ধাপ এগিয়েছে।
গতবছরের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ইউএনডিপি ১৫ই ডিসেম্বর ‘মানব উন্নয়ন প্রতিবেদন-২০২০’ প্রকাশ করেছে।
এনইসি সম্মেলন কক্ষে প্রতিবেদনটির বাংলাদেশ অংশের মোড়ক উম্মোচন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ইউএনডিপির জ্যেষ্ঠ অর্থনৈতিক উপদেষ্টা বালাজ হোবার্থ এবারের প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন।
প্রতিবেদন অনুযায়ি, ১৮৯ দেশের মধ্যে বাংলাদেশ ১৩৩তম স্থানে। ২০১৮ সালে ছিল ১৩৫ তম অবস্থানে। ২০১৬, ২০১৭ এবং ২০১৮ সালে বাংলাদেশের অবস্থান ছিল যথাক্রম ১৪২, ১৩৯ এবং ১৩৬তম স্থানে।
মানব উন্নয়নে প্রতিবেশী ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তান (১৫৪), মিয়ানমার (১৪৭) ও নেপালের (১৪২) চেয়ে বাংলাদেশ এগিয়ে থাকলেও শ্রীলঙ্কা (৭২), মালদ্বীপ (৯৫), ভুটান (১২৯) ও ভারতের (১৩১) চেয়ে পিছিয়ে।
প্রতিটি দেশের স্বাস্থ্য, শিক্ষা, আয় ও সম্পদের উৎস, বৈষম্য, লৈঙ্গিক সমতা, দারিদ্র্য, কর্মসংস্থান, নিরাপত্তা, বাণিজ্য ও আর্থিক প্রবাহ, যোগাযোগ, পরিবেশের ভারসাম্য ও জনমিতির তথ্য বিশ্লেষণ করে এই মানব উন্নয়ন সূচক তৈরি করে ইউএনডিপি।
গতবারের মত এবারও সূচকে সবচেয়ে ভালো অবস্থানে নরওয়ে।
এই সূচকে আসা ১৮৯টি দেশকে অতি উন্নত, উন্নত, মধ্যম ও নিম্ন মানব উন্নয়নের চারটি স্তরে ভাগ করা হয়েছে। বাংলাদেশ রয়েছে মানব উন্নয়নের মধ্যম দেশের স্তরে।
এবারের সূচকের শীর্ষ দশ দেশ হচ্ছে- নরওয়ে, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড, হংকং, আইসল্যান্ড, জার্মানি, সুইডেন, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও ডেনমার্ক। এর মধ্যে কেবল হংকংই এশিয়ার।
আর শেষের অবস্থানে থাকা ১০ দেশ হল নাইজার, সেন্ট্রাল আফ্রিকা প্রজাতন্ত্র, চাদ, দক্ষিণ সুদান, বুরুন্ডি, মালি, সিয়েরা লিয়ন, বুরকিনা ফাসো, মোজাম্বিক, ইরিত্রিয়া এবং ইয়েমেন।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, মোটা দাগে আমরা ভালো করেছি, এটা নিয়ে কারও মনে কোনো সন্দেহ সংশয় নেই। তবে কিছু জায়গায় সেভাবে ভালো করতে পারিনি। এটা দোষের কিছু না, সেক্ষেত্রে আমাদের উন্নতি করতে হবে। এগোলেও ‘আত্মতুষ্টিতে’ না ভুগে উন্নতির ধারা অব্যাহত রাখতে হবে। ২০১৯ সালের তথ্য অনুযায়ী বাংলাদেশের ২৪ দশমিক ৬ শতাংশ মানুষ বহুমুখী দারিদ্র্যের শিকার। ১৮ দশমিক ২ শতাংশ বহুমুখী দারিদ্রের দিকে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। তিনি বলেন, অন্যায় বৈষম্য অনেকক্ষেত্রে জেঁকে বসে আছে এখনো। এই অন্যায়গুলোকে আমাদের দূর করতে হবে।
বালাজ হোবার্থ বলেন, অগ্রগতি হলেও ২০১৯ সালের বাংলাদেশের মানব উন্নয়ন সূচকের মান ২৪ দশমিক ৪ শতাংশ কমেছে। অন্যদিকে নারীদের ক্ষেত্র সে মান পুরুষদের তুলনায় ১০ শতাংশ কম। নেপালে যেটা ৭ শতাংশ আর পাকিস্তানে ২৫ শতাংশ।