মার্চের জন্য তেলের দাম বাড়িয়েছে সৌদি আরব
নিজস্ব প্রতিবেদক:
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে।বছরের প্রথম মাস জানুয়ারিতে জ্বালানি তেলের দামে বড় উত্থান হওয়ার পর ফেব্রুয়ারির শুরুতেও দাম বাড়ার প্রবণতা অব্যাহত রয়েছে।
সৌদি আরামকো ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে এশিয়ায় বিক্রি করা সমস্ত অপরিশোধিত তেলের দাম বাড়িয়েছে।
বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক সৌদি এশিয়ান গ্রাহকদের মার্চের জন্য লাইট ক্রুড গ্রেডের মূল্য প্রতি ব্যারেল ফেব্রুয়ারি মাসের চেয়ে
৬০সেন্ট বাড়িয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
একই সাথে ব্যারেল প্রতি প্রিমিয়াম বাড়ানো হয়েছে ২ দশমিক ৮০ ডলার।
দফায় দফায় দাম বেড়ে সবধরনের জ্বালানি তেলের দাম নতুন উচ্চতায় উঠেছে। একশ’ ডলারের কাছাকাছি চলে এসেছে অপরিশোধিত তেল ও ব্রেন্ট ক্রুড অয়েলের দাম।
২০১৪ সালের পর এটাই সবচেয়ে বেশি।
গত এক সপ্তাহে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ছয় শতাংশ বেড়েছে। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বেড়েছে প্রায় পাঁচ শতাংশ। আর হিটিং অয়েলের দাম বেড়েছে ৬ শতাংশ। এর আগে জানুয়ারিতে অপরিশোধিত তেলের দাম বাড়ে ১৬ শতাংশের বেশি। ব্রেন্ট ক্রুড অয়েল দাম বাড়ে প্রায় সাড়ে ১৫ শতাংশ। আর হিটিং অয়েলের দাম বাড়ে ৫০ শতাংশের ওপরে।
এক বছরের ব্যবধানে বিশ্ববাজারে অপরিশোধিত তেল ৬১ দশমিক ৭১ শতাংশ বেশি দামে বিক্রি হচ্ছে। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম এক বছরের ব্যবধানে বেড়েছে ৫৬ দশমিক ৩৭ শতাংশ। আর হিটিং অয়েলের দাম বেড়েছে ৬৭ দশমিক ৭৭ শতাংশ।
বছরের প্রথম মাসেই অপরিশোধিত তেলের দাম বাড়ে ১৬ দশমিক শূন্য ৮ শতাংশ।
গত এক সপ্তাহে অপরিশোধিত তেলের দাম ৫ দশমিক ৮৯ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম দাঁড়িয়েছে ৯১ দশমিক ৯৩ ডলারে। অবশ্য সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেনের এক পর্যায়ে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৯৩ দশমিক শূন্য ৫ ডলারে ওঠে।
আর প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম দাঁড়িয়েছে ৯২ দশমিক ৭৯ ডলারে।