মিরপুর স্টেডিয়ামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, পরে পুনঃসংযোগ
এক কোটি ৯৩ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।সংযোগ বিচ্ছিন্ন করার পর স্টেডিয়াম কর্তৃপক্ষ ১০ লাখ টাকার বিল শোধ করে।বাকী টাকা কিস্তিতে দিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিলে আবার সংযোগ দেয়া হয়।
এর আগে গত বছরের ১৩ অক্টোবর একই কারণে এই স্টেডিয়ামের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।ওই সময় বকেয়ার পরিমাণ ছিল ৮৫ লাখ টাকা।
মিরপুর এলাকায় বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান ঢাকা বিদ্যুত্ বিতরণ কর্তৃপক্ষ (ডেসকো) জানায়, সরকারি অনেক প্রতিষ্ঠান আছে যারা দীর্ঘদিন বিদ্যুৎ বিল দেয় না।এজন্য সংযোগ বিচ্ছিন্ন অভিযান অব্যাহত রাখা হবে।ডেসকো সরকারি প্রতিষ্ঠানের কাছে ১০৭ কোটি ৬৩ লাখ পাওনা আছে।
ডেসকোর একজন উর্ধ্বতন কর্মকর্তা জানান, আজ মঙ্গলবার আরো কিছু সরকারি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।ডেসকোর আওতায় গণপূর্ত বিভাগের যে অফিস আছে আজ তার সংযোগ বিচ্ছিন্ন করা হতে পারে বলে তিনি জানান।
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি প্রতিষ্ঠানের বকেয়া বিলের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার নির্দেশ দেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে।এরই প্রেক্ষিতে বকেয়ার দায়ে বেসরকারি সংস্থার পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানেরও সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেয় বিদ্যুৎ বিভাগ।
বিদ্যুৎ বিভাগ জানান, পাঁচটি বিতরণ কোম্পানি সরকারি প্রতিষ্ঠানের কাছে ৭৯১ কোটি ৭০ হাজার টাকা পাবে।এরমধ্যে ঢাকায় থাকা সরকারি প্রতিষ্ঠানের কাছে পাওনা আছে ৫৪০ কোটি টাকা।ডিপিডিসি পাবে ৪৩২ কোটি ৫৩ লাখ আট হাজার টাকা।আরইবি পাবে ৫৪ কোটি ৩৯ লাখ সাত হাজার, পিডিবি পাবে ১২৪ কোটি টাকা এবং ওজোপাডিকো পাবে ১০৭ কোটি ৬৩ লাখ সাত হাজার টাকা।বর্তমানে সব মিলিয়ে প্রায় তিন হাজার ৫০০ কোটি টাকা বিদ্যুতের বকেয়া আছে।
ঢাকার আরেক বিতরণ সংস্থা ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক নজরুল হাসান বলেন, সরকারি প্রতিষ্ঠানের আলাদা তালিকা করে খুব শিগগির অভিযানে নামা হবে।প্রয়োজনে সংযোগও বিচ্ছিন্ন করবেন তারা।