মে মাসের জন্য জ্বালানি তেলের দাম বাড়লো

নিজস্ব প্রতিবেদক:

মে মাসের জন্য আবার জ্বালানি তেলের দাম বাড়লো।
ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি এক টাকা বাড়িয়ে ১০৭ টাকা, পেট্রোল ২টাকা ৫০ পয়সা বাড়িয়ে ১২৪ টাকা ৫০ পয়সা এবং অকটেন লিটারে ২ টাকা ৫০ পয়সা বাড়িয়ে ১২৮ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এ মূল্য ১লা মে থেকে কার্যকর হবে। গত মাস থেকে আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে স্বয়ংক্রিয়ভাবে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা শুরু হয়েছে। গত মাসে জ্বালানি তেলের দাম অল্প করে কমানো হয়েছিল। এ মাসে আবার বাড়ানো হলো।
এদিকে বিদ্যুৎ উৎপাদনে এবং ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা গ্যাসের দাম বাড়ানো হয়েছে।
৭৫ পয়সা বাড়িয়ে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের মূল্য প্রতি ঘনমিটার ১৫ টাকা ৫০ পয়সা এবং ক্যাপটিভ বিদ্যুৎ শ্রেণিতে গ্যাসের মূল্য ৩১ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। অন্যান্য শ্রেণিতে গ্যাসের মূল্য অপরিবর্তিত থাকবে।