মোজাম্বিকে জ্বালানির ট্রাক বিস্ফোরণে নিহত ৭৩
মোজাম্বিকে জ্বালানিভর্তি ট্রাক বিস্ফোরণে কমপক্ষে ৭৩ জন নিহত ও শতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
সরকারি এক বিবৃতিতে বলা হয়, মালাবি সীমান্তবর্তী মোজাম্বিকের তেত প্রদেশে কাফিরিদজং গ্রামে লোকজন ওই জ্বালানি ট্রাক থেকে পেট্রল নেয়ার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়ায় স্থানীয় লোকজন নল দিয়ে সেখান থেকে তেল সংগ্রহের চেষ্টা করছিল।
এ ব্যাপারে তদন্তের ঘোষণা দিয়ে তথ্য মন্ত্রণালয়ের পরিচালক জোয়াও মোনাসেস জানান, স্থানীয় লোকজনের হামলার কারণে এ বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় উদ্ধার ও তদন্ত কার্যক্রম তদারকি করতে গতকাল শুক্রবার ঘটনাস্থলে যান দেশটির সংশ্লিষ্ট মন্ত্রীরা। ট্রাকটি বন্দর নগরী বিরা থেকে জ্বালানি নিয়ে মালাবিতে যাচ্ছিল।