যুক্তরাষ্ট্র থেকে আনা হচ্ছে এক কার্গো এলএনজি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা (মঙ্গলবার, ১১ই মার্চ ২০২৫): 

যুক্তরাষ্ট্র থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি।

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এতে সভাপতিত্ব করেন।

যুক্তরাষ্ট্রের মেসার্স এক্সিলারেট এনার্জি এই এলএনজি সরবরাহ করবে। আমদানিতে ভ্যাট ও ট্যাক্সসহ খরচ ধরা হয়েছে ৬৬৪ কোটি ৪০ লাখ ৪৭ হাজার ৪১০ টাকা। এতে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১৪ দশমিক ৩০ মার্কিন ডলার।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের প্রেক্ষিতে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ অনুযায়ী আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় উন্মুক্ত বাজার থেকে এক কার্গো (২৫-২৬ মার্চ ২০২৫ সময়ের জন্য ১২তম) তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ক্রয়ের প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।