যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জির সাথে দীর্ঘমেয়াদী এলএনজি চুক্তি
কাতার ও ওমানের পর দীর্ঘমেয়াদী তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের তৃতীয় উৎস হিসেবে যুক্ত হলো মার্কিন বহুজাতিক কোম্পানি এক্সিলারেট এনার্জি। দেশটি বাংলাদেশে আগামী ২০২৬ সাল থেকে এলএনজি সরবরাহ করবে।
বুধবার (৮ই নভেম্বর) রাজধানীর একটি হোটেলে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এলএনজি চুক্তি অনুষ্ঠানে পেট্রোবাংলার সচিব রুচিরা ইসলাম ও এক্সিলারেটের এনার্জির ভাইস প্রেসিডেন্ট রেমন ওয়াংডি।
যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানি এক্সিলারেট গ্যাস মার্কেটিং লিমিটেড পার্টনারশিপ থেকে ১৫ বছর মেয়াদে এলএনজি কেনার চুক্তি করল বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)। এ চুক্তির আওতায় পেট্রোবাংলা এক্সিলারেট এনার্জি কোম্পানির কাছ থেকে প্রতি বছর দশ লাখ টন এলএনজি ক্রয় করতে পারবে। ১৫ বছর মেয়াদী এ চুক্তি আগামী ২০২৬ সাল থেকে কার্যকর হবে।
এক্সিলারেট গ্যাস মার্কেটিং লিমিটেড পার্টনারশিপ ২০২৬ ও ২০২৭ সালে ০.৮৫ এমটিপিএ এলএনজি সরবরাহ করবে। এরপর ২০২৮ থেকে ২০৪০ সাল পর্যন্ত কোম্পানিটি প্রতি বছর ১ এমটিপিএ এলএনজি সরবরাহ করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী, প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মার্কিন অ্যাম্বাসেডর পিটার হাস, জ্বালানি সচিব নুরুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকারসহ আরো অনেকে।