রমজানে সিএনজি স্টেশন বন্ধ রাখার সময়সীমা এক ঘণ্টা কমলো

রমজানে সিএনজি স্টেশন বন্ধ রাখার সময়সীমা এক ঘণ্টা কমছে। মঙ্গলবার থেকে সিএনজি স্টেশনগুলো বিকেল চারটা থেকে রাত দশটা পর্যন্ত ছয় ঘণ্টা বন্ধ থাকবে। সোমবার সচিবালয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে সিএনজি স্টেশন মালিকদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মীর মসিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার প্রতিমন্ত্রী রমজানে সিএনজি স্টেশনগুলো বিকেল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেয়।
সাধারণত সিএনজি স্টেশন প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত চার ঘণ্টা বন্ধ থাকে। রমজানে বিদ্যুৎ উৎপাদনে বাড়তি গ্যাস সরবরাহ করতেই বন্ধের সময় সীমা দুই ঘণ্টা বাড়ানো হয়েছিল।