রমজানের আগেই বাড়ছে বিদ্যুতের দাম

বাড়ছে গড়ে আট দশমিক ৪৮ শতাংশ

নিজস্ব প্রতিবেদক:

আবারো বাড়ছে বিদ্যুতের দাম। আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব পর্যায়ে গ্রাহক ভেদে প্রতি ইউনিট বিদ্যুৎ ৩৪ থেকে ৭০ পয়সা পর্যন্ত বাড়ছে। গড়ে আট দশমিক ৪৮ শতাংশ বিদ্যুৎ বিল বাড়ছে। মার্চ থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। এতে মানুষের জীবনযাত্রার খরচ আরও একধাপ বাড়বে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে যখন সব পক্ষ সচেষ্ট তখন বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা এলো। রমজানের আগেই বাড়ছে বিদ্যুতের দাম।
এক বছরের ব্যবধানে আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ছে।
প্রতি ইউনিট বিদ্যুৎ গ্রাহকভেদে ৩৪ পয়সা থেকে ৭০ পয়সা পর্যন্ত বাড়বে। সবচেয়ে কম ব্যবহারকারী ৫০ ইউনিট পর্যন্ত গ্রাহকদের বাড়ছে প্রায় আট শতাংশ। এখন আছে প্রতি ইউনিট ৪ টাকা ৩৫ পয়সা, হবে ৪ টাকা ৬৯ পয়সা। আর সবচেয়ে বেশি ব্যবহারকারিদের বাড়বে ৫ শতাংশ। ৬শ’ ইউনিটের বেশি ব্যবহারকারীদের প্রতি ইউনিট দাম ১৩ টাকা ২৬ পয়সা, ৭০ পয়সা বেড়ে হবে ১৩ টাকা ৯৬ পয়সা।
গড়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম এখন ৮ টাকা ২৫ পয়সা, হবে ৮ টাকা ৯৫ পয়সা। অর্থাৎ গড়ে বাড়ছে আট দশমিক ৪৮ শতাংশ করে।
দু’এক দিনের মধ্যেই এবিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
সচিবালয়ে প্রতিমন্ত্রী জানান, উৎপাদন খরচের চেয়ে কম দামে বিক্রি আর ডলারের বিনিময় হারে পার্থক্যের কারণে ভর্তুকি বাড়ছে। বিদ্যুৎখাতে বছরে ৪৩ হাজার কোটি টাকা ভর্তুকি লাগছে। আগামী কয়েক বছর পর্যায়ক্রমে দাম বাড়িয়ে এ ভর্তুকি সমন্বয় করা হবে।