রামপালে বিআইএফপিসিএলের কম্বল বিতরণ
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, রামপালের বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে বহুমুখি সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছে। রামপাল-মোংলা বিভিন্ন ইউনিয়নের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে এসব সেবামুলক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে।
গৌরম্ভা ইউনিয়ন পরিষদ চত্বরে রোববার বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশীপ পাওয়ার কোম্পানী প্রাইভেট লিমিটেডের উদ্যোগে শীতবন্ত্র বিতরণ অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, নিয়মিত মেডিকেল ক্যাম্প, কম্পিউটার প্রশিক্ষণ, সেলাই প্রশিক্ষণ, ফুটবল টুর্ণামেন্ট, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, হুইল চেয়ার বিতরণ, সুপেয় পানি সরবরাহ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বহুমুখি সেবা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সর্বস্তরের মানুষ উপকৃত হচ্ছেন।
বিআইএফপিসিএল’র প্রকল্প পরিচালক এস সি পান্ডের সভাপতিত্বে উপ-প্রকল্প পরিচালক মো: রেজাউল করিম, রামপাল উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোয়াজ্জেম হোসেন, কোম্পানির ডিজিএম এইচ আর সিদ্ধার্থ মন্ডল, পাবলিক রিলেশনের ডেপুটি ম্যানেজার তরিকুল ইসলাম, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মল্লিক সুধাংশু, গৌরম্ভা ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিনসহ অন্যরা এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রামপাল ও মোংলা উপজেলার গৌরম্ভা, হুরকা, রাজনগর ও বুড়ির ডাঙ্গা ইউনিয়নসহ সংলগ্ন বিভিন্ন এলাকায় এ দিন ৪ হাজার মানুষের মধ্যে শীতবন্ত্র বিতরণ করা হয়।