রাশিয়ামুখী গ্যাস পাইপলাইন প্রকল্প স্থগিত করেছে বুলগেরিয়া

বুলগেরিয়া আবার রাশিয়ামুখী সাউথ স্ট্রিম গ্যাস পাইপলাইন প্রকল্পের কার্যক্রম স্থগিত করেছে। দেশটির অর্থনীতি ও জ্বালানিবিষয়ক মন্ত্রী ভাসিল স্টনভ জানান, ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ার আগ পর্যন্ত ৯৩০ কিলোমিটারের প্রকল্পটির কার্যক্রম আপাতত বন্ধ রাখা হচ্ছে। খবর বিবিসি।

এই প্রকল্পের মাধ্যমে কৃষ্ণসাগরের মধ্য দিয়ে রাশিয়ার জ্বালানি প্রতিষ্ঠান গ্যাজপ্রমের প্রাকৃতিক গ্যাস বুলগেরিয়ায় পরিবহনের পরিকল্পনা করা হয়েছে। বুলগেরিয়া ছাড়াও তুরস্ক, সার্বিয়া, হাঙ্গেরি, স্লোভেনিয়া ও অস্ট্রিয়া এই প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে। জুনে ইউক্রেন ইস্যুতে বুলগেরিয়া এ প্রকল্পের কার্যক্রম বন্ধ করে দেয়। মঙ্গলবার এ প্রকল্প-সম্পর্কিত যে কোনো ধরনের চুক্তি সম্পাদন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়।

রাশিয়ার গ্যাসের ওপর পুরোপুরি নির্ভরশীল বুলগেরিয়া বহু দিন ধরেই বিকল্প উেসর সন্ধান করছে। বর্তমানে ইইউভুক্ত দেশগুলোয় রাশিয়ার সার্বিক গ্যাসের ১৫ শতাংশ ইউক্রেনের মধ্য দিয়ে সরবরাহ করা হয়। সাউথ স্ট্রিম প্রকল্পে ইউক্রেনকে বাদ দেয়া হয়েছে।

গবেষণা প্রতিষ্ঠান আইএইচএসের বিশ্লেষক লরেন্ট রুসেকাস এ ব্যাপারে বলেন, বুলগেরিয়া এই সাউথ স্ট্রিম গ্যাস প্রকল্পটির বড় পৃষ্ঠপোষক, কারণ নিজেদের গ্যাস সরবরাহে এটি আরো নিরাপত্তা দিতে পারত। কিন্তু ইউক্রেন ইস্যুতে গ্যাজপ্রমের সঙ্গে যে কোনো ধরনের সহযোগিতামূলক প্রকল্প বন্ধ করতে দেশটির ওপর ইইউর পক্ষ থেকে প্রবল চাপ আসছে।

তিনি আরো বলেন, এর আগে জুনে সরকার প্রকল্পের কার্যক্রম বন্ধ করে দিলেও বাস্তবে কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়নি। সরকারের বর্তমান ঘোষণায় কাজ বন্ধ হবে কিনা, তা সময়ই বলতে পারে।

২০১২ সালের ডিসেম্বরে সাউথ স্ট্রিম পাইপলাইন প্রকল্পের কার্যক্রম শুরু হয় এবং ২০১৮ সালের মধ্যে এটি শেষ করার পরিকল্পনা রয়েছে।