রাশিয়ায় কয়লা খনিতে বিস্ফোরণে ৪ জনের মৃত্যু

রাশিয়ার কোমি রিপাবলিক প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও, এ দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অন্তত ২৬ শ্রমিক।

কর্তৃপক্ষ জানায়, শুক্রবার প্রদেশটির ভোরকুটা শহরের একটি কয়লা খনিতে এই দুর্ঘটনা ঘটে। তবে, এটি দুর্ঘটনা নাকি নাশকতা সে বিষয়ে নিশ্চিত করে কিছু না জানালেও কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অন্যদিকে, খনিটিতে কয়লা উত্তোলনের কাজ চলার সময় হঠাৎ মিথেন গ্যাস পাইপ লিক হয়ে পরপর দুটি বিস্ফোরণ ঘটে বলে খনি কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে বলেও জানায় তারা।

এছাড়াও, দুর্ঘটনার সময়ে খনিটিতে ১১০ জন শ্রমিক কর্মরত ছিলেন বলে জানা গেছে।