রিলায়েন্স ও আদানি বিনিয়োগ করবে ৯০ হাজার কোটি টাকা

ভারতের বড় দুই বড় শিল্প গ্রুপ বাংলাদেশে বিদ্যুৎ জ্বালানি খাতে ১১ দশমিক ২ বিলিয়ন ডলার বা প্রায় ৯০ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে। এরমধ্যে আদানি আট দশমিক দুই বিলিয়ন ডলার এবং রিলায়েন্স বিনিয়োগ করবে তিন বিলিয়ন ডলার।
রোববার ঢাকার হোটেল র‌্যাডিসনে শুরু হওয়া বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন উদ্বোধনি অনুষ্ঠানে ভারতের এই দুই গ্রুপের চেয়ারম্যান নতুন করে বিনিয়োগের ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনের উদ্বোধন করেন।
গতবছর জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরের সময় এই দুই গ্রুপ বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সাড়ে পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগের সমঝোতা চুক্তি করে। তারই ধারাবাহিকতায় গ্রুপ দুটির কর্ণধর তাদের সামগ্রীক পরিকল্কপ্পনা তুলে ধরলেন।
আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি বলেন, ভবিষ্যতের সুন্দর বাংলাদেশ গড়তে আদানি গ্রুপ আট বিলিয়ন ডলার বা প্রায় ৬৩ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে। এরমধ্যে আগের প্রতিশ্রুতির বাইরে নতুন করে তিন দশমিক দুই বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে।
বাংলাদেশের জন্য আদানি গ্রুপ তিন হাজার ২০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে। এরমধ্যে এক হাজার ৬০০ মেগাওয়াট বাংলাদেশে এবং বাকী এক হাজার ৬০০ মেগাওয়াট ভারতে স্থাপন করা হবে। ভারতে কেন্দ্র স্থাপন করা হলেও সেখানের বিদ্যুৎ শুধু বাংলাদেশেই দেয়া হবে। এই বিদ্যুৎ কেন্দ্র ও সঞ্চালন লাইনসহ এখাতে পাঁচ বিলিয়ন ডলার বা প্রায় ৪০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে।
বাংলাদেশ ভারতের মধ্যে উচ্চ ক্ষমতার সঞ্চালন লাইন করা হবে। যা দিয়ে ভবিষ্যতে দুই দেশের মধ্যে আরও বড় আকারে বিদ্যুৎ দেয়া নেয়া করা সম্ভব হয়। একই সাথে এই সঞ্চালন লাইন দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ বাণিজ্যে সহায়ক হবে।
আদানি গ্রুপ আগের প্রতিশ্রুতি ছাড়াও নতুন করে তিন দশমিক দুই বিলিয়ন ডলার বা প্রায় ২৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে। নতুন বিনিয়োগের আওতায় ৫০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার সৌর বিদ্যুৎ কেন্দ্র করা হবে। একই সাথে ভারতের উড়িষ্যা রাজ্যের ধামরায় এলএনজি ও এলপিজি টার্মিনাল করা হবে। সেখান থেকে সরাসরি বাংলাদেশের জাতীয় গ্রীডে পাইপ লাইন করে গ্যাস দেয়া হবে।
এই বিনিয়োগ করতে যে জমি লাগবে তা অধিগ্রহণ করা এবং বিভিন্ন পর্যায়ের অনুমোতি পেতে সরকারের সহায়তা চেয়েছেন আদানি গ্রুপের চেয়ারম্যান। তিনি বলেন, মংলা নিয়ে তাদের বড় বিনিয়োগ পরিকল্পনা আছে।
রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অনিল ধীরুভাই আম্বানি বলেন, বাংলাদেশে রিলায়েন্স এলএনজি ভিত্তিক তিন হাজার মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে। এতে তিন বিলিয়ন ডলার বিনিয়োগ হবে। এরমধ্যে রিলায়েন্সের নিজস্ব সম্পদ থাকবে ৯০ কোটি ডলার। তিনি বলেন, আশা করছি আগামী মার্চ মাসের মধ্যে বাংলাদেশের সাথে এসকল বিনিয়োগের চূড়ান্ত চুক্তি শেষ হবে। ৩০ মাসের মধ্যে প্রতিশ্রুতির প্রধম ধাপের কাজ শেষ হবে।