রূপপুর পারমাণবিক বিদ্যুৎ দেশের গর্ব : পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন বলেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাংলাদেশে জন্য গর্বের। এই বিদ্যুৎ কেন্দ্র বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা অনেক বাড়িয়ে দিয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াস আজ দৃশ্যমান।
শুক্রবার পররাষ্ট্র মন্ত্রীর নেতৃত্বে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৪৮ সদস্যের একটি টিম ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন শেষে সন্ধ্যায় সাংবাদিকদের এক প্রেস ব্রিফিং-এ মন্ত্রী একথা বলেন।
তিনি বলেন, এখান থেকে সস্তায়, ইউনিট প্রতি মাত্র সাড়ে চার টাকায় এবং দীর্ঘমেয়াদে আরও সস্তায় বিদ্যুৎ পাওয়া যাবে। কম দামে বিদ্যুৎ দেশের অর্থনৈতিক উন্নয়নের গতিকে আরও বাড়িয়ে দিতে সক্ষম হবে। এখানে বর্তমানে ১৪ হাজার দেশীয় মানুষ প্রতিদিন কাজ করছে। করোনা পরিস্থিতির মধ্যেও কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের কূটনীতিকদের নিয়ে দেশের বিভিন্ন স্থানের উন্নয়ন কর্মকাণ্ড দেখার উদ্যোগ নিয়েছে। তারই ধারাবাহিকতায় এই পরিদর্শন।
এসময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, বাঙালির আর কিছু থাক আর না থাক হৃদয় আছে। আর হৃদয়ের ভালোবাসা ও এলাকার মানুষের আন্তরিকতার কারণেই বঙ্গবন্ধুর স্বপ্নের রূপপুর প্রকল্প আজ দৃশ্যমান।
এসময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইতি রানী পোদ্দার, প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর, প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুসসহ অন্যরা উপস্থিত ছিলেন।