শিল্পে গ্যাস সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা (বুধবার, ৭ই মে ২০২৫):

উৎপাদন নির্বিঘ্ন করতে শিল্পে গ্যাস সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিল্পে বাড়তি ২৫ কোটি ঘনফুট গ্যাস দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবীর খান।

বুধবার সচিবালয়ে দেশের শীর্ষ শিল্প উদ্যোক্তাদের সাথে বৈঠক শেষে উপদেষ্টা এই কথা জানান।

সরকারের এই সিদ্ধান্তে সন্তুষ্ট বলে জানান উদ্যোক্তারা।

বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখতে তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হবে বলেও জানান উপদেষ্টা।

শিল্পে বেশি গ্যাস দেয়ার জন্য মে থেকে আগস্ট মাসের মধ্যে অতিরিক্ত চার কার্গ এলএনজি আমদানি করা হবে। এজন্য এবছর বিদ্যুৎ জ্বালানিতে ভর্তুকি বেড়ে হবে ১১ হাজার কোটি টাকা।

ভর্তুকি বাড়লেও গ্যাস বিদ্যুতের দাম বাড়ানো হবে না বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, সরকারের এ মুহূর্তে গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়ানোর চিন্তা নেই।  সংকট থাকলেও জনস্বার্থে এই সিদ্ধান্ত সরকারের।

উপদেষ্টা বলেন, গ্যাস অনুসন্ধানের জন্য সরকার এ বছর ৫০টি কূপ খনন করবে। আগামী বছর খনন করা হবে একশ’টি কূপ। এর মাধ্যমে ৫০ কোটি ঘনফুট গ্যাস উৎপাদন বাড়তে পারে বলে তিনি আশা করেন।

ভোলায় গ্যাস অনুসন্ধানের জন্য ৫টি কূপ খননের দরপত্র আহ্বান করা হয়েছে। সমুদ্রে গ্যাস অনুসন্ধানে নতুন করে দরপত্র আহ্বান করা হবে বলে জানান উপদেষ্টা।

এসময় প্রধান উপদেষ্টার সচিব শফিকুল আলম, জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, পেট্রোবাংলা’র চেয়ারম্যান মো. রেজানুর রহমান, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদসহ অন্যরা উপস্থিত ছিলেন।