শুল্ক বাড়লে তেলের দামও বাড়বে
আয় বাড়াতে বেপরোয়া সরকার। তাই জ্বালানি তেলের আমদানি শুল্ক বাড়াতে চায়। শুল্ক বাড়লে জ্বালানি তেলের দামও বাড়বে। বাড়বে বিদ্যুত্সহ অন্য সব নিত্যপণ্যের দাম। অন্যদিকে সরকারের উন্নয়ন দর্শনের বাইরে এবার জ্বালানিখাত। কারণ জ্বালানি সংকট মোকাবিলায় গ্যাস অনুসন্ধান ও দেশীয় কয়লার বিষয়ে কোনো কর্মসুচি নেই বললেই চলে। গত বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাজেট বক্তৃতায় জ্বালানি তেলের দাম বাড়ানো পাশাপাশি শুল্ক বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। তার এই প্রস্তাবের বিষয়ে জ্বালানি বিশেষজ্ঞরা এই অভিমত দেন।
বুয়েটের অধ্যাপক ও সাবেক জ্বালানি উপদেষ্টা ম. তামিম বলেন, সরকারের এই ঘোষনা যদি বাস্তবায়ন করা হয় তাহলে বিদ্যুতের দামও বাড়বে। দাম না বাড়ালে বাড়বে ভর্তুকির বোঝা। তিনি বলেন, দেশের জ্বালনি সংকট মোকাবিলা করতে হলে বাপেক্সের পাশাপাশি বিদেশি কোম্পানিকেও অনুসন্ধানের কাজ করতে দিতে হবে। শুধু সাগরের নয় স্থলভাগেও তাদের কাজ করা প্রয়োজন। বাপেক্স স্থলভাগে কাজ করলেও তাতে সফলতার অংশ কম। গত কয়েক বছরে বাপেক্স খুব বেশি গ্যাস পায়নি। অন্যদিকে বিদেশি কোম্পানিগুলোর প্রযুক্তি ও অর্থ ঝুকি নিতে আপত্তি নেই। ফলে বাপেক্সের পাশাপাশি বিদেশিদেরও স্থলভাগে কাজ করতে দিতে হবে। এর সঙ্গে সঙ্গে দেশীয় কয়লা উত্তোলনের বিষয়ে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে।
পেট্রোবাংলার সাবেক পরিচালক (অপারেশন) মকবুল এলাহী বলেন, জ্বালানি তেল আমদানিতে শুল্ক বাড়ালে প্রভাব পড়বে জ্বালানি তেলের ওপর। শুল্ক বেশি হলে বিপিসি লোকসান দিতে গিয়ে ভর্তুকি চাইবে। সরকার ভর্তুকি না দিয়ে তখন তেলের দাম বাড়ানোর প্রস্তাব দিতে পারে। তিনি বলেন, এবারের বাজেটে বিদ্যুত্ ও জ্বালানি খাতের সুবিধা বঞ্চিতদের জন্য কোনো কর্মসুচিই নেই। সরকার ও বেসরকারি কাজের ক্ষেত্রেও নেই কোনো নির্দেশনা। গ্যাস অনুসন্ধানের বিষয়ে সরকার নানা পরিকল্পনা নিলেও তা আলোর মুখ দেখেনি। এখন পর্যন্ত বড় কোনো গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়নি। ফলে এবারের বাজেটে এই বিষয়ে জোর দেয়ার দরকার ছিল।
জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলম বলেন, সরকার মুখে উন্নয়নের কথা বললেও সরকারের উন্নয়ন দর্শনের বাইরে এবার জ্বালানি খাত। অর্থমন্ত্রী বলেছেন, বিনিয়োগ কমেছে। এই কমার মধ্যে সবচেয়ে বেশি বিনিয়োগ কমেছে জ্বালানি খাতে। সরকার আসলে আয় বাড়ানোর জন্য বেপরোয়া হয়ে গেছে। এই আয় সাধারণ মানুষের কোনো কাজে লাগবে না। আয় বাড়াতে গিয়ে বাড়াবাড়ি করছে সরকার। তিনি বলেন, তেলের শুল্ক বাড়ালে শুধু তেল ও বিদ্যুতের দামই বাড়বে না, বাড়বে নিত্যপন্যসহ সব জিনিসের দাম।