সঞ্চালন লাইন মেরামত শেষে গ্যাস সরবরাহ শুরু
নিজস্ব প্রতিবেদক:
পাইপ লাইনের জরুরি রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ থাকার পর আবার গ্যাস সরবরাহ শুরু হয়েছে। আশুলিয়া সাভারের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে সিএনজি পাম্পগুলো সকাল থেকে আবার চলছে। প্রয়োজনীয় চাপে গ্যাস পাচ্ছে বলে তারা জানিয়েছে। আবাসিক গ্রাহকরা গ্যাস পাওয়া শুরু করেছে। তবে কোথাও কোথাও চাপ এখনো কাজ আছে।
পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে বলে এনার্জি বাংলাকে জানিয়েছেন পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান।
নির্ধারিত সময়ের আগেই মেরামতের কাজ শেষ হয়েছে।
ঈদুল ফিতরের রাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা গ্যাস থাকবে না বলে জানানো হয়েছিল।
এলেঙ্গায় জরুরি সঞ্চালন পাইপ মেরামতের জন্য সাভার অঞ্চল ও রাজশাহী বিভাগে গ্যাস সরবরাহ বন্ধ ছিল।
জিটিসিএল-৩০ ইঞ্চির ব্যাসের টাঙ্গাইলের এলেঙ্গা-যমুনা (বঙ্গবন্ধু সেতুর আগে) গ্যাস সঞ্চালন পাইপ মেরামত করেছে।