দেশের প্রতিটি মানুষ বিদ্যুৎ পাবে : নসরুল হামিদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ গ্রামের সকল মানুষের কাছে বিদ্যুৎ পৌছে দিতে যথাযথভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি মানুষের কাছে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিতে বদ্ধপরিকর। দ্রুত সময়ে দেশের প্রতিটি মানুষ বিদ্যুৎ পাবে।
শুক্রবার নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধীন আড়াইহাজার জোনাল অফিসের ভবন ও আবাসিক ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করার সময় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু , বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (সমিতি ব্যবস্থাপনা) মোঃ আব্দুস ছাত্তার বিশ্বাস, পবিবোর্ডের ঢাকা জোনের তত্তাবধায়ক প্রকৌশলী একেএম রাশেদুল হক চৌধুরী, উপ-পরিচালক মোঃ খালেদ হোসেন ও প্রেস কনসালটেন্ট তালুকদার রুমীসহ পবিস এর প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারিরা।
২.৫ একর জমিতে এ ভবন করতে খরচ হবে আট কোটি ৭৭ লক্ষ টাকা।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের গণতন্ত্র বিশ্ববাসীর কাছে আজ এক দৃষ্টান্ত। বিদেশিরা বাংলাদেশকে এখন অনুসরণ করছেন। বর্তমান সরকারের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু ষড়যন্ত্রকারীরা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করতে মরিয়া হয়ে উঠেছে। দেশের মধ্যে কিছু রাজনৈতিক দল ও স্বাধীনতার পরাজিত শক্তিরা আজ এর পেছনে নেতৃত্ব দিচ্ছে।