সাগরে খনিজ অনুসন্ধানে অনুস্বাক্ষর

পোসকো ডেও করপোরেশনের সাথে উৎপাদন অংশীদারি চুক্তি (পিএসসি) অনুস্বাক্ষর করেছে পেট্রোবাংলা। গভীর সমুদ্রের ১২ নম্বর ব্লকে খনিজ অনুসন্ধান করবে ডেও।

বুধবার পেট্রোসেন্টারে এই সই হয়।

উৎপাদন অংশীদারি চুক্তি-পিএসসি অনুযায়ী পাঁচ বছর মেয়াদি সমঝোতায় প্রথম দু’বছরে এক হাজার ৮০০ কিলোমিটার দ্বিমাত্রিক

ভূ-জরিপ এবং তৃতীয় বছর এক হাজার কিলোমিটার ত্রিমাত্রিক জরিপ করবে। আর ৪র্থ ও ৫ম বছরে একটি অনুসন্ধান কূপ খনন করবে ডেও।

অনুষ্ঠানে জ্বালানি সচিব নাজিম উদ্দিন চৌধুরী, পেট্রোবাংলার চেয়ারম্যান ইশতিয়াক আহমেদসহ ডাইও’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পেট্রোবাংলার পক্ষে চুক্তিতে অনুস্বাক্ষর করেন পরিচালক পিএসসি প্রকৌশলী মো. মাহবুব ছারোয়ার এবং ডেও এর ব্যবস্থাপক জুংগো জুন।

এই চুক্তি হলে ২০১৭ সালে জরিপ শুরু হবে। ২০১৮ সালের শেষ নাগাদ জরিপের ফলাফলের ভিত্তিতে তেল-গ্যাস আছে কিনা তা জানা যাবে।