সাগরের ঢেউ থেকে বিদ্যুৎ

সাগরের ঢেউ থেকে বিদ্যুৎ উৎপাদনের যন্ত্র তৈরি করেছে সিলেট পলিটেকনিক ইনিষ্টিটিউটের তিন শিক্ষার্থী। যন্ত্রটি নাম দিয়েছে ওয়েব বেইজ পাওয়ার প্ল্যান্ট।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় অনুষ্ঠিত বিদ্যুৎ মেলায় তারা এই যন্ত্রের প্রদর্শন করছেন। প্রকৌশলী মোহম্মদ সালাউদ্দিনের তত্ত্বাবধানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর আব্দুল্লাহ তারেক, তামিম বিল্লাহ ফুয়াদ ও রায়হান আলী এই যন্ত্র তৈরি করেছেন।
তারা জানান, সাগরের ঢেউ এর শক্তিকে মেকানিক্যাল শক্তিতে পরিণত করে এই বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। দুইটি ভাসমান ডিভাইসের মাধ্যমে ঢেউ থেকে শক্তি নেয়া হয়। এই শক্তি দিয়েই ঘুরবে টারবাইন। আর তা থেকেই উৎপাদন হবে বিদ্যুৎ। এক্ষেত্রে ব্যবহার করতে হবে ইমপালস টারবাইন।
শিক্ষার্থীরা জানান, বাংলাদেশের প্রত্যন্ত উপকূলীয় অঞ্চল, যেখানে বিদ্যুৎ সেবা এখনো পৌছায়নি, সেখানে স্বল্প খরচে এই প্ল্যান্ট স্থাপন করা যেতে পারে।