সামিট আইএসও পেল
সামিট মেঘনাঘাট পাওয়ার কোম্পানি আন্তর্জাতিক মান সনদ (আইএসও) পেয়েছে। প্রতিষ্ঠানের পরিবেশ, ব্যবস্থাপনা, নিরাপত্তা, কর্মীর স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয় ভাল বিবেচনায় এই সনদ দেয়া হয়েছে।
সম্প্রতিএক অনুষ্ঠানে সামিট মেঘনাঘাট পাওয়ার কোঃ এর সিইও, পরিচালক মো. রিয়াজ উদ্দিনের হাতে পরিবেশ, গুণগত ব্যবস্থাপনা এবং কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তার জন্যে তিনটি সনদ তুলে দেন টিইউভি অস্ট্রিয়ার নির্বাহী পরিচালক ডেভিড এম্বেরি।