সারাদিন লোডশেডিং: নিছক ভবিষ্যত শঙ্কার কথা বললেন নসরুল হামিদ
নিজস্ব প্রতিবেদক:
সারাদিন লোডশেডিং করার বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা যে কথা বলেছেন তা নিছক ভবিষ্যত শঙ্কার কথা বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বুহষ্পতিবার রাজধানীর ব্র্যাক ইস সেন্টারে অক্সফাম আয়োজিত এক সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই অবস্থা সাময়িক। বিষয়টি অদূর ভবিষ্যতের। বিশ্ব পরিস্থিতি যদি আরও খারাপ হয় তখন আমরা কী করব তা নিয়ে তিনি (উপদেষ্টা) কথা বলেছেন। আমাদের সামনে চ্যালেঞ্জ আছে। সে চ্যাণেঞ্জ মোকাবিলা করতে হবে। চেষ্টা করছি চ্যালেঞ্জ মোকাবিলা করার। আশা করি ভালকিছু হবে।
সম্প্রতি এক সেমিনারে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী বীর বিক্রম বলেছিলেন, ‘প্রয়োজনে আমরা দিনের বেলা বিদ্যুৎ ব্যবহার করব না।’
নসরুল হামিদ সাংবাদিকদের বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী। সরকার এখাতে বহু বছর ভর্তুকি দিয়েছে। সাশ্রয়ের জন্য এখন কিছুটা লোডশেডিং হচ্ছে। আশাবাদী সব ঠিক হয়ে যাবে।
প্রতিমন্ত্রী বলেন, বিশ্ব পরিস্থিতির সঙ্গে আমাদের তাল মিলিয়ে চলতে হবে। সারা দেশে শতভাগ বিদ্যুতায়ন করেছি। হঠাৎ এমন যুদ্ধাবস্থা তৈরি হবে কে ভেবেছিল? আমরা তো বিদ্যুতে খুব ভাল ছিলাম। কিন্তু বিশ্ববাজারের প্রভাব তো অস্বীকার করার উপায় নেই।
নসরুল হামিদ বলেছেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে প্রয়োজন উন্নত প্রযুক্তি ও ব্যাপক বিনিয়োগ। উন্নয়ন সহযোগীদের প্রযুক্তি হস্তান্তরে দায়িত্বশীল অবদান রাখতে হবে। বিকল্প উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনকে সরকার সব সময় উৎসাহিত করে।
‘বাংলাদেশের এনডিসি পরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই জ্বালানি ব্যবস্থাপনা’ শীর্ষক জাতীয় সংলাপে অন্যদের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক সচিব ড. ফারহিনা আহমেদ, অক্সফাম বাংলাদেশের প্রোগ্রাম ডিরেক্টর মাহমুদা সুলতানা, ইমপ্রেস নিউটেক্স কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের পরিচালক নাফিজ-উদ-দৌলা বক্তব্য রাখেন।