সাশ্রয়ী দামে বিদ্যুৎ দেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জ্বালানি সাশ্রয়ী সরঞ্জাম ব্যবহারে উদ্বুদ্ধ করতে হবে। এক মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের চেয়ে কার্যকরি ও বেশী গুরুত্ব বহন করে।
প্রতিমন্ত্রী বুধবার বিদ্যুৎ ভবনে জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ বিষয়ে মহা-পরিকল্পনার অন্তবর্তী প্রতিবেদন বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে দেশের সকল জনগণের জন্য নির্ভরযোগ্য ও মানসম্মত বিদ্যুৎ যৌক্তিক ও সহনীয় মূল্যে সরবরাহ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, প্রচলিত চুলা ব্যবহার করে আমাদের মা ও শিশুরা আশংকাজনক হারে অসুস্থ ও মারা যাচ্ছে। প্রচলিত চুলার স্থলে উন্নত মানের জ্বালানি সাশ্রয়ী চুলা প্রতিস্থাপন করার উদ্যোগ নেয়া হয়েছে। ২০৩০ সালের মধ্যে ৩০ মিলিয়ন প্রচলিত চুলা উন্নত মানের চুলা দ্বারা প্রতিস্থাপিত হবে।
সেমিনারে অন্যান্যের মাঝে বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম, শ্রেডার চেয়ারম্যান তাপস কুমার রায়, জাইকার নির্বাহী করিগরি উপদেষ্টা নাকাঝুনু মাসাশী বক্তব্য রাখেন।