সিলেটে বন্যা: বিদ্যুৎহীন ২৪ হাজার গ্রাহক, বিদ্যুৎ সংশ্লিষ্টদের ছুটি বাতিল
নিজস্ব প্রতিবেদক:
সিলেটে বন্যায় বিভিন্ন বিদ্যুৎ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। পিডিবি ও আরইবি মিলিয়ে প্রায় ২৪ হাজার গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় আছে। এরমধ্যে পিডিবির ১০ থেকে ১২ হাজার এবং আরইবির ১২ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন।
সিলেট অঞ্চলের বিদ্যুৎ বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। কোথাও ছেঁড়া বৈদ্যুতিক তার দেখলে নিকটস্থ বিদ্যুৎ অফিসে অবহিত করার জন্য বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বন্যায় পিডিবি ও আরইবির বিভিন্ন বিদ্যুৎ উপকেন্দ্র, লাইন, ট্রান্সফরমার ও বৈদ্যুতিক পোলের ক্ষয়ক্ষতি হয়েছে । এতে এখন পর্যন্ত ১ কোটি ৬৭ লাখ ৫৩ হাজার টাকার ক্ষতি হয়েছে।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, বন্যার পানি কমে যাওয়ার পর সকল সংযোগ চালু করা হবে এবং প্রকৃত ক্ষয়ক্ষতির তথ্য নিরূপন করা হবে।
বৈদ্যুতিক দুর্ঘটনা রোধে নিরাপত্তার স্বার্থে অনেক জায়গায় ট্রান্সফরমারের ফিউজ কেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে রাখা হয়েছে। অনেক বসতবাড়ি নিমজ্জিত হয়ে মিটার পর্যন্ত পানি চলে আসায় বৈদ্যুতিক দুর্ঘটনা রোধে নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে রাখা হয়েছে।
বন্যার পানি কমলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার কার্যক্রম নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সিলেটের পিডিবির ৩৩/১১ কেভি মোট ২১টি মধ্যে ৭টি উপকেন্দ্রের চত্বরে পানি ঢুকেছে। তবে পানি নিরাপদ দূরত্বে থাকায় উপকেন্দ্রগুলো চালু আছে। এখানে বিভিন্ন শ্রেণীর মোট গ্রাহক ৫ লাখ ৬১ হাজার ৬৯ জন। সর্বোচ্চ বিদ্যুতের চাহিদা ২২৫ মেগাওয়াট।
বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত হিসাব অনুযায়ী, সিলেটে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এলাকায় ৩৩ কেভি লাইন দুই কিলোমিটার; ১১ কেভি লাইন ২২০ কিলোমিটার; ০.৪ কেভি লাইন ৬০০ কিলোমিটার; ১১/০.৪ কেভি ২৫০ কেভিএ ট্রান্সফরমার ০৯টি; ১১/০.৪ কেভি ২০০ কেভিএ ট্রান্সফরমার ০৫টি; ১১/০.৪ কেভি ১০০ কেভিএ ট্রান্সফরমার ০৩ টি; ১৫ মিটার উঁচু পোল (হেলে পড়া) ২০টি; ১২ মিটার পোল (হেলে পড়া) ১৩০টি ; ৯ মিটার পোল (হেলে পড়া) ২৪৫ টি; ৩৩ কেভি পিন ইন্দুলেটর (পিন সহ) ৯৩ টি; ১১ কেভি পিন ইন্সুলেটর (পিন সহ) ২৪০ টি; ৩৩ কেভি ডিওএফসি ০৪ টি; ১১ কেভি ডিওএফসি ৬০ টি ; ৩৩ কেভি এল এ ০৪ টি; ১১ কেভি এল এ ৬০ টি; ৩৩ কেভি ডিস্ক ইন্সুলেটর (ফিটিংস সহ) ০৪ সেট; ১১ কেভি ডিস্ক ইন্সুলেটর (ফিটিংস সহ) ২২ সেট; গাই এসেম্বলি ১৭০ সেট ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে এই ক্ষতির আর্থিক পরিমাণ ৯৪ লাখ ৪০ হাজার টাকা।
আরইবি’র বিতরণ ব্যবস্থার সিলেট অঞ্চলে সমিতির সংখ্যা-ছয়টি (সিলেট-১, সিলেট-২, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও কিশোরগঞ্জ)। এখানে পোল নষ্ট হয়েছে ৫৫টি, আবার ঠিক করা হয়েছে ৩৭টি; ট্রান্সফরমার ৬০টির মধ্যে ঠিক করা হয়েছে ৪২টি; স্প্যান (তার ছেড়া) ৭৫টির মধ্যে ঠিক হয়েছে ৬৬টি; ইন্সুলেটর ২০টিই ঠিক হয়েছে। মিটার ২৫টিই ঠিক করা হয়েছে। বিদ্যুৎবিহীন গ্রাহক ১২ হাজার ১৪৩টি। মোট আর্থিক ক্ষতি পরিমান ৭৩ লাখ তের হাজার টাকা।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) সিলেট অঞ্চলের বিদ্যুৎ উপকেন্দ্র, লাইন, ট্রান্সফরমার ও বৈদ্যুতিক পোলের ক্ষয়ক্ষতির জন্য গ্রাহকদের বিশেষ করে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ বিভাগ দুঃখ প্রকাশ করেছে।